এডমিনরা দক্ষ হওয়া দরকার
”আগামী এক বছরে এডমিনরা দক্ষ হওয়া দরকার অনেক বেশি। তারা অনেক বেশি দক্ষ না হলে গ্রুপ পরিচালনা বা অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারবে না। দিনে অন্তত ১০-১২ বার গ্রুপের কাভার ছবি পরিবর্তন করা দরকার। এ ব্যাপারে অলসতার সুযোগ নেই। সাধারণ ও একটি মেম্বারদের থেকে সাক্সেস স্টোরি (সাফল্যের গল্প) তৈরিতে গ্রুপ এডমিনদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে।” বলেছেন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ।
গত রবিবার (৩০শে নভেম্বর ২০২২) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেশি পণ্যের ৫০ জনের বেশি উদ্যোক্তাদের নিয়ে একটি ইভেন্ট অনুষ্ঠিত হয় মোহাম্মাদপুরের ক্লাবমিক্স রেস্টুরেন্টে। এতে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, যশোর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল থেকে উদ্যোক্তাদের সাথে ইভেন্টে যোগ দেন ই-ক্যাবের সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) প্রেসিডেন্ট কাকলী তালুকদার, ট্রেজারার উম্মে সাহেরা এনিকা ও আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া। এসময় তারা দেশি পণ্যের উদ্যোক্তাদের উদ্দেশ্যে নানারকম পরামর্শ দেন।
জেনিস ফারজানা তানিয়া বলেন, ”গ্রুপে যদি এডমিনরা নিয়মিত সময় দেয়, পোস্ট করে এবং অন্যদের পোস্টে গুছিয়ে কমেন্ট করে তাহলে মেম্বাররা উৎসাহিত হবে এবং একটিভ হবে। এতে করে তাদের মাঝে সুসম্পর্ক গড়ে উঠবে। তারা একেত্রে মিলে ইভেন্ট, এক্সিবিশনসহ নানা রকম উদ্যোগ নিতে পারবে।”
এসময় তিনি জাপানি ফুরুশিকি নিয়েও পরামর্শ দেন উপস্থিত উদ্যোক্তাদের। জেনিস তানিয়া বলেন, ”জাপানে উপহার দেওয়ার ক্ষেত্রে ফুরুশিকি প্যাকেজিং ব্যবহার করা হয়। দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তারা তাদের ক্রেতাদের ‘বিশেষ ক্রেতার’ অনুভূতি দেওয়ার জন্য ফুরুশিকি প্যাকেজিং ব্যবহার করতে পারে। এতে করে ক্রেতারা ডেলিভারি পেয়ে নিজেকে ’বিশেষ ক্রেতা’ ভেবে আনন্দিত হবে।”